ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় টানা বর্ষণে বাড়ছে সালদা নদীর পানি, ঘরবাড়ি ধসে যাবার আশঙ্কা
Published : Sunday, 19 June, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
গত তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে  যাওয়া ভারত থেকে নেমে আসা সালদা নদীর পানি হু হু করে বাড়ছে। এতে করে বাগড়া, সালদা,নয়নপুর এলাকায়  বসবাসকারী সালদা নদীর পাশের কিছু বাড়িঘর ধসে যাবার আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকালে আরো পানির ঢল আসাতে  নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বেড়ে যাওয়ায় রাস্তা পানির নিচে চলে গেছে। এতে চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এই সড়ক দিয়ে চলাচলকারী মোনসেফ আলী বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই আমরা চরম দুর্ভোগে পড়ে যাই, সড়ক ডুবে যায়। আমরা চলাচল করতে পারি না। এ থেকে পরিত্রাণ চাই আমরা। এদিকে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা সালদা নদী পরিদর্শন করেছেন। সেখানে তিনি স্থানীয় তিনটি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা করেছেন। তিনি জানান,  যেকোন দূর্ভোগ মোকাবিলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।