Published : Tuesday, 21 June, 2022 at 8:02 PM, Update: 21.06.2022 8:30:27 PM
"অকুন্ঠ কন্ঠে কম্পিত ক্যাম্পাস; সত্যরে লও সহজে" এই স্লোগানকে সামনে রেখে ভিক্টোরিয়া কলেজে 'আইপিডিসি ৮ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা -২০২২' এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১শে জুন ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে কলেজের ২০টি বিভাগ নিয়ে ২৭টি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ( ভিসিডিএস) এর সভাপতি শাহনূর কিবরিয়া সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ভিসিডিএস এর মডারেটর এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম, আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লা শাখার ব্যবস্থাপক এইচ এস এম শাফী বিন আলম প্রমুখ।
এছাড়াও আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকমন্ডলী, ভিসিডিএস এর মডারেটর প্যানেল, সাবেক ভিসিডিয়ান এবং বর্তমান ভিসিডিএস এর কার্যনির্বাহী ও নিয়মিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সনাতনী বিতর্ক, পেশাজীবি বিতর্ক, জাতিসংঘ মডেল বিতর্ক এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান অতিথি প্রফেসর ড. আবু জাফর খান বলেন- দীর্ঘ ৫বছর পর এমন আয়োজন প্রশংসনীয় এবং তিনি প্রতাশা রাখেন করোনা মহামারির দীর্ঘ ছুটির পর এমন আয়োজন দিয়ে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস আবারো প্রাণ ফিরে পাবে।
আয়োজনে আইপিডিসি ৮ম আন্তঃবিভাগে অংশগ্রহণকারী বিতার্কিকদের পরিচয় করিয়ে দেওয়া হয়।