ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশে ‘স্বপ্ন’
Published : Wednesday, 22 June, 2022 at 4:04 PM
সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশে ‘স্বপ্ন’সিলেটে-সুনামগঞ্জের বন্যাদুর্গত এলকার কয়েক হাজার মানুষের মধ্যে শুকনা খাবার, পানি ও ওষুধ বিতরণ করেছে দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। বুধবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাওরের সেনপুর এলাকা থেকে আশ্রয়স্থলে আসা সামিনা ত্রাণ নেওয়ার সময় জানান, বাড়িঘর সব ডুবে গেছে। আগের দিন রাত থেকে কিছু খাওয়া হয়নি। খাওয়ার পানিও পাচ্ছেন না।

সিলেট বিভাগের ছাতক, দোলার হাওরের চেচান স্কুল, সেনুপর, চান্দের বাড়ি, ভোলাগঞ্জসহ আশপাশের কয়েকটি গ্রাম ঘুরে অসহায় মানুষের মাঝে ত্রাণসহায়তা দেন ‘স্বপ্ন’র কর্মীরা।

এ সময় ‘স্বপ্ন’ পক্ষে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড হেড অব ইমপ্লয়ি ওয়েলফেয়ার ডা. সোহেল মঈনউদ্দিন শৈবাল, মিজানুর রহমান লিটন, জি এম, করপোরেট অ্যাফেয়ার্স, মুহাম্মদ তামিম খান, এ জি এম, করপোরেট অ্যাফেয়ার্স, রিজিওনাল হেড অব অপারেশন আবদুল্লাহ আল মাহবুব, রিজিওনাল ম্যানেজার অব অপারেশন আজিম উদ্দিনসহ অনেকে।