ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আদালতের সহযোগী কর্মচারীদের বিচারপ্রার্থী জনগণের প্রতি দায়িত্ব পালনে যত্ন হলে লিগ্যাল এইড কার্যক্রমের গতিশীলতা আরো বাড়বে
- সিনিয়র জেলা ও দায়রা জজ
Published : Thursday, 23 June, 2022 at 12:00 AM, Update: 22.06.2022 11:48:26 PM
আদালতের সহযোগী কর্মচারীদের বিচারপ্রার্থী জনগণের প্রতি দায়িত্ব পালনে যত্ন হলে লিগ্যাল এইড কার্যক্রমের গতিশীলতা আরো বাড়বে আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আতাবুল্লাহ্্ সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন জননিরাপত্ত বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোছা মরিয়ম-মুন-মুঞ্জুরী , নারী ও শিশু নির্যাতন দমন ্ট্রাইব্যুনাল-১ বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ  হাবিবুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ সমরেশ শীল। অনুষ্ঠান সঞ্চালনার ও আয়োজনের দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ( সহকারী জজ)  এফ.এম. শেফায়েত ছালাম। উক্ত কর্মশালায় জেলা জজ আদালতের ৫২ জন কর্মচারী উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় আদালতের সহযোগীতা কর্মচারীদের অংশগ্রহণে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত বিচারকবৃন্দ, আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে আদালতের সহযোগী কর্মচারীদের ভূমিকা, দায়িত্ব ও কর্তব্য , আইনগত সহায়তা প্রদান আইন’২০০০, আইনগত সহায়তা প্রদান নীতিমালা,২০১৪ এবং আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা,২০১৫ , আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা,২০১৫ এবং বিচারপ্রার্থী জনগণের প্রতি সহযোগীতা কর্মচারীদের ভূমিকা আলোচনা করেন।