ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদাবাজ থেকে টাকা ফেরত এনে প্রশংসায় ভাসছেন এমপি
Published : Thursday, 23 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় এক মুদি দোকানির কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা আদায়ের ঘটনায় ক্ষেপেছেন স্থানীয় সাংসদ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে চান্দিনা বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে নিজেই অভিযান শুরু করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি।
এসময় বাজার ইজারাদারকে ডেকে এনে চাঁদাবাজদের চিহ্নিত করে চাঁদাবাজির ২০ হাজার টাকা নিরিহ মুদি দোকানিকে ফেরৎ দিতে বাধ্য করান তিনি।
চাঁদাবাজদের বিরুদ্ধে এমপি'র কঠোর ভূমিকায় ভীষণ খুশি বাজারের দোকানদার, ক্রেতা ও বিক্রেতারা। এ ঘটনার পর থেকে ব্যবসায়ী ও আপামর জনতার মুখে মুখে এমপি'র প্রশংসার জোয়ার উঠে।
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি'র ব্যক্তিগত সহকারি সমীর দাস জানান, এমপি মহোদয় শপথ নেওয়ার পর থেকেই চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে আসছেন। সম্প্রতি চান্দিনা বাজারে কয়েকটি চাঁদাবাজির ঘটনা ঘটে। ইতিমধ্যে সেগুলো নিরসন করেছেন তিনি। সোমবার রাতে চান্দিনা বাজারের এক মুদি ব্যবসায়ী এমপিকে ফোন জানিয়েছেন ইবু, লিটন গাজীসহ কয়েকজন চিহ্নিত ব্যক্তি ওই দোকানির কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। মঙ্গলবার তিনি ঢাকা থেকে এসেই উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রকে সাথে নিয়ে অভিযানে শুরু করেন। এসময় চাঁদাবাজদের কাছ থেকে ২০ হাজার টাকা ফেরৎ এনে ওই মুদি দোকানির হাতে তুলে দেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন।