ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে ৪ গণিতবিদকে আজীবন সম্মাননা
Published : Friday, 24 June, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণিত বিভাগ এবং গণিত ক্লাবের আয়োজনে আয়োজিত ‘ম্যাথ ফেস্ট-২০২২’ এর পর্দা নামল আজ। এতে দেশবরেণ্য চার গণিতবিদকে দেয়া হয়েছে আজীবন সম্মাননা।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ সম্মাননা দেয়া হয়।
আজীবন সম্মাননা প্রাপ্তরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুব্রত মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্রজিৎ কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, গণিতবিভাগের অনেক অপর্যাপ্ততার কথা আমরা শুনেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অবকাঠামোগত সংকট রয়েছে। আমরা খুব শীঘ্রই এমন অবকাঠামোতে পৌঁছাতে যাচ্ছি যা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
গুণিজন সম্মাননার বিষয়ে তিনি আরও বলেন, আমাদের দেশে গুণিদের তেমন সম্মান করা হয় না। গণিত বিভাগের এই আয়োজন ভবিষ্যত গণিতবিদদের অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ গণিত সমিতির প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমরা গণিত সমিতি অনেক ধরনের সেমিনার, ওয়ার্কশপ, অলিম্পিয়াড করে থাকি। বিশ্ববিদ্যালয় যদি চায় আমরা এসব করতে পারি। গুণিজন সম্মাননার জন্য বিশ্ববিদ্যালয় গণিত বিভাগকে ধন্যবাদ।গুণীজনদের সম্মান না করা হলে গুণীজন জন্মায় না। আমাদের সফল এবং ভালো মানুষ হতে হবে। তোমাদের সামনে অনেক সুযোগ, তোমরা হতাশ হবে না। জেদ থাকা ভালো তবে তা ভালো কাজে। তোমরা বাজে চিন্তা করবে না দেখবে সফল হবে।