Published : Friday, 24 June, 2022 at 12:00 AM, Update: 24.06.2022 1:11:18 AM
কুমিল্লায়
আবারো করোনা শনাক্ত বাড়ছে, বাড়ছে করোনার নমুনা পরীক্ষা। দু’এক জন করে হলেও
প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা রোগী। যদিও নতুন আক্রান্ত কেউ হাসপাতালে
ভর্তি হয়ে চিকিৎসবা নিয়েছে এমন তথ্য পাওয়া পাওয়া যায় নি। সর্বশেষ গতকাল ২৩
জুন বৃহষ্পতিবার কুমিল্লায় করোনা আক্রান্তের হার ছিলো প্রায় ৯ শতাংশ। শেষ
২৪ ঘন্টায় যে ৪৫ করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন তার মধ্যে ৪ জন পজেটিভ
শনাক্ত হয়েছেন। অপর দিকে গত বুধবার করোনা শনাক্তের হার ১০ শতাংশের উপরে
ছিলো, ৩৭ জন নমুনা পরীক্ষাকারীর মধ্যে শনাক্ত হয়েছেন ৪ জন। জেলা সিভিল
সার্জন কার্যালয়ের তথ্য মতে, দীর্ঘদিন করোনা শনাক্তের হার শূণ্য থাকলেও গত
১২ জুন থেকে পরীক্ষায় পজেটিভ শনাক্তের পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে।
কুমিল্লার
ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, গত ধাপগুলোতে দেখা গেছে
জুন-জুলাইয়ের দিকে করোনা বেড়েছিলো। এবারও তাই হচ্ছে। তবে এবার খুব বেশি
করোনার প্রভাব পরবে বলে মনে হয় না। তারপরও স্বাস্থ্য মন্ত্রনালয় জরুরি
বৈঠকে করোনা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে। আমরা
কুমিল্লাতে করোনা মোকাবেলায় প্রস্তুত আছি।
সিভিল সার্জন কার্যলায়ের
তথ্য মতে, এপর্যন্ত কুমিল্লায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৯ জন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১হাজার ৭০৩ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন
করেছেন ৯৮১ জন। এ পর্যন্ত জেলায় মোট ২ লাখ ২৫ হাজার ২৯ জন মানুষ করোনার
নমুনা পরীক্ষা করিয়েছেন।