Published : Friday, 24 June, 2022 at 8:42 PM, Update: 24.06.2022 8:45:58 PM
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩ জন মাদক কারবারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে এবং ৫ জন মাদক কারবারীকে আটক করে ব্রাহ্মণপাড়া থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৩ জুন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে মাদক কারবারীদের কাছ থেকে ১৫১৩ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাজাঁ সহ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, মাধপপুর ইউনিয়নে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন বাড়ানি গ্রাম থেকে ২০০ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩৮) ও মোঃ মোবারক মিয়া (২৫) কে এবং মোঃ সুমন মিয়া (২৮) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক মোঃ সুমন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোঃ সাইফুল ও মোঃ মোবারকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উত্তর চান্দলার মোঃ জাকির হোসেন (৫০) কে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় মোঃ জাকির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাতি বিবেচনায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাদান করা হয়।
চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনার সময় ধলগ্রাম থেকে আল আমিন (৩০) কে ১০৫ পিস ইয়াবাসহ এবং চান্দলা টানা ব্রিজ এলাকা থেকে ২০ গ্রাম গাজাসহ মোঃ জাকির হোসেনকে (৩২) আটক করা হয় । আটক জাকির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাদান করা হয়। আল আমিনের বিরোদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সদর ইউনিয়নের নাইঘর নোয়াপড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় হারুন মিয়ার বাড়ি থেকে ১২০০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫৮,০০০ টাকাসহ তার স্ত্রী খোদেজা বেগমকে আটক করা হয়। হারুন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পলাতক হারুন মিয়া ও তার স্ত্রী খোদেজা বেগমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।