স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি: সাকিব
Published : Saturday, 25 June, 2022 at 12:00 AM
পদ্মা সেতুর রোমাঞ্চ ছুঁয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানকেও। সাকিবের নিজ জেলা মাগুরায় যেতেও পাড়ি দিতে হয় উত্তাল পদ্মা। তাই তো পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশসেরা এ অলরাউন্ডারের অনুভূতিটাও একটু বেশি।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ টেস্ট সিরিজের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই জড়িয়ে আছে পদ্মা সেতুর নাম। সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। আর সেই জন্য মাঠের পেরিমিটার বোর্ডে চোখে পড়বে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সেতুর পার্শ্ববর্তী জেলাগুলোতে এক ধরনের উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতুর রোমাঞ্চ ছুঁয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানকেও। সাকিবের নিজ জেলা মাগুরায় যেতেও পাড়ি দিতে হয় উত্তাল পদ্মা। তাই তো পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশসেরা এ অলরাউন্ডারের অনুভূতিটাও একটু বেশি।
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বৃহস্পতিবার সাকিব বলেন, সেতুটি দেশের জন্য অনেক বড় বিষয়।
দক্ষিণাঞ্চলের মানুষ হিসেবে নিজের জন্যও পদ্মা সেতু বড় বিষয় বলে মনে করেন দেশসেরা অলরাউন্ডার। তিনি মনে করেন, পদ্মা সেতু সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
পদ্মা সেতু নিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টেও স্ট্যাটাস দিয়েছেন সাকিব। সেখানে তিনি লেখেন, ‘এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি!’
অ্যান্টিগায় প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারের পর শুক্রবার সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। নানা আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন হবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন।
এদিকে সম্প্রচার জটিলতায় প্রথম টেস্ট প্রচার হয়নি কোনো টেলিভিশন চ্যানেলে। বিসিবি অনলাইনে ফ্রিতে দেখার ব্যবস্থা করলেও এবার দ্বিতীয় টেস্ট দেখা যাবে টেলিভিশনে। আইসিসি টিভিতেও বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি দেখা যাবে বিনা মূল্যে।