ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশিষ্ট শিক্ষাবিদ ইন্দ্র কুমার সিংহ’র পরলোক গমন
Published : Saturday, 25 June, 2022 at 12:00 AM, Update: 25.06.2022 12:18:04 AM
বিশিষ্ট শিক্ষাবিদ ইন্দ্র কুমার সিংহ’র পরলোক গমন নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাচীণ বিদ্যাপীঠ ঈশ্বর পাঠশালার সাবেক শিক্ষক- ঐতিহাসিক রামমালা গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক ইন্দ্র কুমার সিংহ পরলোক গমন করেছেন। শুক্রবার বিকাল ৫টায় মহেশাঙ্গনের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। ত্রিপুরার সাবেক শিক্ষামন্ত্রী অনিল সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান সমরজিত রায় চৌধুরীসহ বাংলাদেশ ও ভারতের নামকরা ব্যাক্তিত্ব ও  শিক্ষাবিদ ইন্দ্র কুমার সিংহের সরাসরি ছাত্র ছিলেন।
ইন্দ্র কুমার সিংহের মৃত্যুর খবর পেয়ে ঈশ্বরপাঠশালার সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। নগরীর ঠাকুরপাড়া মহাশ্মশানে ইন্দ্র কুমার সিংহের শেষৃকৃত্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।