ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে মাদকসেবীদের মারধোরে স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ
Published : Saturday, 25 June, 2022 at 12:00 AM, Update: 25.06.2022 12:18:11 AM
দেবিদ্বারে মাদকসেবীদের মারধোরে স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগশাহীন আলম, দেবিদ্বার ।।
কুমিল্লার দেবিদ্বারে দুই মাদকসেবীর মারধোরে আজিজুল হক হৃদয় নামে দশম শ্রেণীর একস্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে ওই ছাত্রের মৃত্যু হয়। আজিজুল হক হৃদয় ইউসুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রামের জুনাব আলী মুন্সী বাড়ির অটোরিক্সা চালক লিটন মিয়ার ছেলে। সে স্থানীয় মোগসাইর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।  
ঘটনার প্রত্যক্ষদর্শী মোগসাইর গ্রামের জসিম উদ্দিন বলেন, বুধবার বিকালে আমি পাশের একটি বাঁশঝাড়ে কাজ করছিলাম। এসময় স্থানীয় বাসিন্দা কমল কৃষ্ণ দাস ও ইদ্রিস মিয়া আসেন। এর একটু পর আজিজুল হক এসে ওই দুইজনকে উদ্দেশ্যে করে বলেন, ‘মসজিদে আজান দিছে তোমরা নামাযে যাও না কেন’ এ কথা বলার পর  কমল কৃষ্ণ দাস আজিজুলকে গালিগালাজ শুরু করে। পরে আজিজুল উত্তেজিত হয়ে পাশ থেকে বেত নিয়ে কমল কৃষ্ণের হাতের আঘাত করলে কমল কৃষ্ণ দাস ও ইদ্রিস মিয়া আজিজুলকে এলোপাতারি বুকে পেঠে কিলঘুষি মারতে থাকে। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে। তাকে আমিসহ কয়েকজন মাথায় পানি দিয়ে বাড়ি পৌছে দেই, বাড়ির পৌছে দেই।
আজিজুলের বাবা মো. লিটন বলেন, আমার ছেলে তারা মেরে ফেলেছে আমি হত্যাকারীদের বিচার চাই।
আজিজুলের চাচা সেনা সদস্য মো.ইসমাইল হোসেন জানান, আজিজুলকে মারধোরের পর তার প্রচণ্ড বমি আসে। তাকে ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু তাতেও কমছিলো না, পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় অবস্থার অবনিত হলে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আজিজুল মারা যায়। যারা আজিজুলকে হত্যা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এরপরও স্বজনরা হত্যার অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে ময়না তদন্তের কাজ শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।