Published : Saturday, 25 June, 2022 at 1:03 PM, Update: 25.06.2022 1:12:47 PM
স্বপ্নের পদ্মা সেতু নিয়ে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা সারা দেশেই। জাতি হিসেবে স্বনির্ভরতা এবং আত্ম মর্যাদার প্রতীক সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সারা দেশের মানুষ। মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া ও জাঁজিরা প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উৎসবের সূচনা হলেও এর রেশ ছুঁয়ে গেছে শত শত মাইল দূরের জেলা কুমিল্লাকেও। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে পদ্মা সেতুর প্রতিকৃতি নিয়ে আনন্দ র্যালি আর টাউন হল মাঠে বসে সেতুর জমকালো উদ্বোধন উপভোগ করেছেন কুমিল্লাবাসী। কুমিল্লাজুড়ে মানুষের উচ্ছ্বাস ছিলো চোঁখে পড়ার মতন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯ টায় একটি বর্ণাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউনহলে এসে মিলিত হয়। আনন্দ র্যালীতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। আনন্দ র্যালীর নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক রিয়ার এডমিরাল ( অবঃ) আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড.সফিকুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু খান, কুমিল্লা মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের, র ্যাব ১১ এর কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, নারীনেত্রী পাপড়ী বসুসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। সকাল দশটায় নগরীর টাউনহলে এসে দেখা যায়, বড় পর্দায় পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে ভীড় করেছেন সাধারণ মানুষ। নানান শ্রেণী পেশার মানুষ চেয়ারে জায়গা না পেলেও দাঁড়িয়ে দেখেন দেশের দক্ষিণাঞ্চলের সমৃদ্ধির দুয়ার খুলে যাবার দৃশ্য। কুমিল্লায় বসবাসকারী পদ্মার ওপারের মানুষের জন্য এই দৃশ্য যেন দীর্ঘদিন পর বাড়ি ফিরে যাবার আনন্দের।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পদ্মা সেতুর উদ্বোধন আমাদের আরেক বিজয়। সবাই হয়তো অনুষ্ঠানস্থলে গিয়ে উদ্বোধন দেখতে পারবেন না। তবে কুমিল্লাবাসীর জন্য কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউনহলে পদ্মাসেতুর উদ্বোধন দেখার ব্যবস্থা করেছি। কুমিল্লার সব পেশাশ্রেণীর মানুষের অংশগ্রহণে বলা যায় আজ কুমিল্লার জন্যও আনন্দের দিন।