পদ্মাসেতু প্রকল্পে কাজ করা পাঁচ হাজার কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
শনিবার পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে মাওয়ায় সুধী সমাবেশে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এই প্রকল্পে প্রায় পাঁচ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেছেন। সবার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। যেভাবে তারা একটা পরিবারের মতো কাজ করেছে, সেটা সত্যিকারভাবে তাদের কাছে মাথানত করার যোগ্য।
তিনি বলেন, বিশ্ব স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন পদ্মাসেতু। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে ১০০ বছরেও এ সেতুর কোনো ক্ষতি হবে না।
এ সময় দুই পাড়ের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৪০ বছরের চাকরিজীবনে অনেক প্রকল্পে কাজ করেছি। কিন্তু এরকম করিনি। আমি দেখেছি, পদ্মাসেতুর জন্য অনেকে নিজেদের বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে দিয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেখানে জীবনের ৫০ বছর কাটিয়েছেন তারা। অথচ সেসব বাসিন্দা সেই আবেগের জায়গা ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর উদ্যোগে। এখন তাদের কোনো দুঃখ নেই। তারা ভিটেমাটি হারিয়েও গর্ববোধ করছেন।