ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আরফানুল হক রিফাত বিজয়ী হওয়ায় সংস্কৃতি কর্মীদের আনন্দ সমাবেশ
Published : Sunday, 26 June, 2022 at 12:00 AM, Update: 26.06.2022 2:32:42 AM
আরফানুল হক রিফাত বিজয়ী হওয়ায় সংস্কৃতি কর্মীদের আনন্দ সমাবেশকুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা  প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত বিজয়ী হওয়ায় গতকাল শনিবার দুপুরে কুমিল্লার শিল্পী, সংস্কৃতিকর্মীদের আয়োজনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
এসময় এমপি বাহার বলেন,  ৩১ বছর আগে যে পৌরসভার চেয়ারটি ছেড়ে দিয়ে এসেছিলাম; আজ সে চেয়ারটি রিফাতকে দিয়ে আবার দখলমুক্ত করেছি।  এখন থেকে আমার পাশাপাশি রিফাতও কুমিল্লার মানুষের দায়িত্ব নিবে। আগে কুমিল্লা সংস্কৃতি কর্মী, শিল্পীদের পাশে ছিলাম আমি। এখন থেকে আমার পাশাপাশি রিফাতও শিল্পীদের  দায়িত্ব নিবে। আগামীদিনগুলিতে কুমিল্লার সকল উন্নয়ন কর্মকাণ্ডে শিল্পীদের পাশে রাখতে চাই। আমাদের নতুন করে আরেকটি যাত্রা শুরু হলো।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। এসময় জেলা পরিষদের প্রশাসক  আবু তাহের, কেন্দ্রীয়  আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, নারীনেত্রী পাপড়ী বসু, সংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম মজুমদার ফটিক, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিকুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু  প্রমুখ।  অনুষ্ঠানে কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনের পরিচিতজন সহ কন্ঠ শিল্পী,নৃত্য শিল্পী, আবৃতি শিল্পি, থিয়েটার কর্মী, নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।