Published : Tuesday, 28 June, 2022 at 12:00 AM, Update: 28.06.2022 1:53:10 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় আইজিপি কাপ পুলিশ চ্যাম্পিয়নশিপ ২০২২ ও
চট্টগ্রামরেঞ্জ আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার
সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দও স্টেডিয়ামের জিমনেসিয়ামে এই
টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার
ফারুক আহমেদ পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ আবদুর রহিমের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন
সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর
আহম্মেদ, সোহান সরকার, রাজন কুমার দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে
কুমিল্লা, চাঁদপুর, ফেনী, বি-বাড়িয়া, লক্ষীপুর, নোয়াখালী, চট্রগ্রাম,
আরআরএফ চট্রাগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা পুলিশ সহ দশ জেলার
খেলোয়াড়রা অংশ গ্রহন করেন।