Published : Tuesday, 28 June, 2022 at 12:00 AM, Update: 28.06.2022 1:53:16 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পরিবেশ আইন অমান্য করায় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে
মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। গত ২৩ জুন কোতয়ালী থানায় হিন্দোল ওলী
টেক্সটাইল লিঃ এবং ২১ জুন বুড়িচং থানায় খন্দকার ফুড গ্যালারি চাইনিজ এন্ড
বাংলা রেস্তরা নামে দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লার অফিশিয়াল মেইলে পাঠানো এক চিঠিতে তা জানানো
হয়েছে। প্রতিষ্ঠান দু’টি ক্ষতিপূরণ পরিশোধ না করে এবং পরিবেশগত ছাড়পত্র
গ্রহন না করে অবৈধ ভাবে কার্যক্রম পরিচালনা করায় এই মামলা দায়ের করা হয়।
পরিবেশ
অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা আদর্শ সদরের বিসিক শিল্প নগরী এলাকায়
হিন্দোল ওলী টেক্সটাইল লিঃ পরিবেশ দূষণের অপরাধে আরোপিত ক্ষতিপূরণ জমা
প্রদান না করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৭
এর লংঘন, ইটিপি
চালু ব্যতীত পরিবেশ দূষণের মাধ্যমে কারখানা কার্যক্রম
পরিচালনা করা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৪
(২), (৩) ও ধারা ৯ এর লংঘন এবং পরিবেশগত ছাড়পত্র/নবায়ন ব্যতীত সরকারি
নির্দেশ ও আইনকে উপেক্ষা করে কারখানা পরিচালনার মাধ্যমে বাংলাদেশ পরিবেশ
সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ১২ এর লংঘন করায় কোম্পানির
কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর
: ৬৭/৫৬৬।
অপরদিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় খন্দকার ফুড
গ্যালারি চাইনিজ এন্ড বাংলা রেস্তরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫
(সংশোধিত ২০১০) এর ধারা ৭ (২) লংঘন করায় পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠানটির
কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২১ জুন বুড়িচং থানায় মামলা নম্বর
২৭/২১৬। পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ আইনের তোয়াক্কা না করে বারবার
নির্দেশনা দেবার পরও আইন অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করায় কর্তৃপক্ষের
বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়।