ভিক্টোরিয়া কলেজ থেকে ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা
Published : Thursday, 30 June, 2022 at 12:00 AM
ভিক্টোরিয়া কলেজ থেকে ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। একইসাথে ২০২০ সালের স্নাতক পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রিন্সিপাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। গতকাল সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত হয় এ বর্ণাঢ্য সংবর্ধনা।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মিঞা, কোষাধ্যক্ষ গুলজার হাসানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিসিএস এ সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থী হলেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ শিব্বির আহমেদ (প্রশাসন), হিসাব বিজ্ঞান বিভাগের দিলরুবা আক্তার (সাধারণ শিক্ষা), ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম (ট্যাক্স), প্রাণিবিদ্যা বিভাগের শামীম মিয়া (সাধারণ শিক্ষা), ইংরেজি বিভাগের হালিমা আক্তার ইমা (সাধারণ শিক্ষা)।
সাফলতার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অনুপ্রেরণা আর নিয়মিত পাঠদানের কথা স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, ভালো ছাত্র হওয়া, ভালো মানুষ হওয়া এক জিনিস না। সবাই ভালো ফলাফল করেছো সেজন্য ধন্যবাদ কিন্তু তোমাদের ভালো মানুষ হতে হবে। এ সময় তিনি আগামী দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে সকল শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করেন।