ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবাধে মহাসড়ক পারাপার বন্ধে কাঁটাতারের ব্যারিকেট কাজ শুরু
Published : Thursday, 30 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় ফুটওভার ব্রীজ থাকা সত্বেও নিচু বিভাজন অতিক্রম করে ঝুঁকি নিয়ে যাত্রীরা অবাধে মহাসড়ক পারাপার হওয়ায় কিছুতেই ছাড়ছে না যানজট। এবার ভোগান্তি বন্ধে এবং দুর্ঘটনা রোধে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে কাঁটা তাঁরের ব্যারিকেটের কাজ শুরু হয়েছে।
বুধবার (২৯ জুন) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে ইমান বাড়ি এলাকা পর্যন্ত প্রায় ২শ ফুট দৈর্ঘ্যরে এবং ৬ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া দেওয়ার কার্যক্রম চলছে।  দুপুরে কাঁটাতার ব্যারিকেট কার্যক্রম পরিদর্শনে যান কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমূল হোসেন সাকিব জানান, প্রাথমিক ভাবে ৬ফুট উচ্চতায় ৬০ মিটার দৈর্ঘ্যরে কাঁটাতারের বেড়া তৈরি করবো। অবস্থার পর্যালোচনা করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর জানান, শুধু কাঁটা তারের ব্যারিকেটই নয়। চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকার যানজট নিরসনে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, যত্রতত্র গাড়ি পার্কিং, বাস বে ও ফুটওভার ব্রীজ ব্যবহার না করা, ফুটপাত দখল করাসহ নানা অনিয়মে কিছুতেই পিছু ছাড়ছেনা যানজট। কখনও কখনও যানজট দীর্ঘ হয়ে মহাসড়কের ২-৩ কিলোমিটার বিস্তৃত হয়। পুলিশ বা প্রশাসনের অভিযান আসলে কিছুক্ষণের জন্য যানজট কমলেও অভিযানের পর আবারও ফিরে আসে পূর্বের চেহারায়। এবার মাসিক বা ঝটিকা অভিযান নয়, চান্দিনা-বাগুর বাস স্টেশনকে যানজট মুক্ত করতে উদ্যোগ নিয়েছেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াঊল হক মীর।