ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইনগত সহায়তা সেবার মান উন্নয়নে এবং সহজীকরণে বিচারকগণকে মূখ্য  ভূমিকা পালন করতে হবে- সিনিয়র জেলা ও দায়রা জজ
Published : Thursday, 30 June, 2022 at 12:00 AM, Update: 30.06.2022 12:47:50 AM
আইনগত সহায়তা সেবার মান উন্নয়নে এবং সহজীকরণে বিচারকগণকে মূখ্য  ভূমিকা পালন করতে হবে- সিনিয়র জেলা ও দায়রা জজকুমিল্লা জেলা জজশীপে ও ম্যাজিস্ট্রেসীতে কর্মরত সকল বিচারকগণের অংশগ্রহণে আইনগত সহায়তা সেবার মান উন্নয়নে এবং সহজীকরণে বিচারকগণের ভূমিকা বিষয়ক জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আতাবুল্লাহ্্ সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ্ট্রাইব্যুনাল-৩  বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোঃ রফিকুল ইসলাম, স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোঃ মাসুদ করিম, নারী ও শিশু নির্যাতন দমন ্ট্রাইব্যুনাল-১ বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ  হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায়  দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ( সহকারী জজ)  এফ.এম. শেফায়েত ছালাম।
উক্ত কর্মশালায় ‘‘ আইনগত সহায়তা সেবার মান উন্নয়নে এবং সহজীকরণে বিচারকগণের ভূমিকা .দায়িত্ব ও কর্তব্য , আইনগত সহায়তা প্রদান আইন’২০০০, আইনগত সহায়তা প্রদান নীতিমালা,২০১৪ এবং আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা,২০১৫ , আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা,২০১৫ এবং বিচারপ্রার্থী জনগণের প্রতি  বিচারকগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।