Published : Friday, 1 July, 2022 at 12:00 AM, Update: 01.07.2022 1:50:48 AM
সাঈদ হাসান, কুবি ||
পবিত্র
ইদ-উল-আজহা উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক
চৌধুরী।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে ১৮ জুলাই
একাডেমিক কার্যক্রম এবং ১৬ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে
ঈদুল আজহা'র ছুটিতে ১১ দিন বন্ধ থাকবে কুবির আবাসিক হল। বিষয়টি নিশ্চিত
করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড.
মোকাদ্দেস উল ইসলাম।
তিনি বলেন, আগামী ৪ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। ১৫ তারিখ থেকে শিক্ষার্থীরা হলে
উঠতে পারবে।
হল নোটিশ সূত্রে জানা যায়, যে সকল শিক্ষার্থী হলে অবস্থান
করবে তারা অবশ্যই হল প্রশাসনকে অবগত করে রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর
নাম, বিভাগ, সেশন, ক্লাস রোল, কক্ষ নং, মোবাইল নম্বরসহ লিখে রাখতে হবে। হল
ত্যাগের নোটিশের পরও যে সকল শিক্ষার্থী ছুটির মধ্যে হলে অবস্থান করবে তাদের
কোন দুর্ঘটনা বা সমস্যা হলে তাদের দায় দায়িত্ব হল প্রশাসন এবং
বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।