Published : Friday, 1 July, 2022 at 12:00 AM, Update: 01.07.2022 1:51:01 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায়ও একদিনে নতুন করে ২২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা
পড়েছে। এ দিনে টানা দুই দিন জেলায় ২২ জন করে করোনা রোগী শনাক্ত হলো। গত ২৪
ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ শতাংশ। তার আগের দিন শনাক্তের হার
ছিলো ১৪ শতাংশ। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৫ জন করোনা রোগী। তবে গত ২৪
ঘন্টায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এসব
তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৮জুন বিকেল
থেকে ২৯জুন বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর
মধ্যে করোনা সনাক্ত হয়েছে ২২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা
দাঁড়ালো ৪৩ হাজার ১৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৭ জন, প্রাণ
হারিয়েছেন ৯৮১ জন।