ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পান্ডিয়ার অলরাউন্ড তাণ্ডবে পর্যদুস্ত ইংল্যান্ড
Published : Saturday, 9 July, 2022 at 12:00 AM
শুরুতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতেই বল হাতে আলো ছড়ালেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার অলরাউন্ড পারফরম্যান্সে ইংলিশদের এক কথায় উড়িয়ে দিয়েছে সফরকারী ভারত। সাউদাম্পটনে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ভারত সংগ্রহ করে ১৯৮ রান। জবাবে খেলতে নেমে স্বাগতিক ইংল্যান্ড ১৪৮ রানেই অলআউট হয়ে গেছে। ফলে ৫০ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে রোহিত শর্মার দল।
ভারতের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে শুরুতে ৩৩ রানে চার উইকেট হারানো ইংলিশরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। বোলিংয়ে সাফল্য পাওয়া মঈন আলী ও ক্রিস জর্ডান চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে মঈনের ব্যাট থেকে। ২০ বলে ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান মঈন। শেষ পর্যন্ত নির্ধারিত ১৯.৩ ওভারে ১৪৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। হ্যারি বুকের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৮ এবং জর্ডানের ব্যাট থেকে আসে ১৭ বলে অপরাজিত ২৬ রান।
ব্যাট হাতে ৫১ রানের ইনিংস খেলা পান্ডিয়া ৩৩ রান খরচায় নেন চারটি উইকেট। এছাড়া যুজবেন্দ্র চাহাল ও আরশদীপ সিং দুটি করে উইকেট নিয়েছেন।
বৃহস্পতিবার সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে ভারত। ওপেনার রোহিত শর্মা ২৪ রান করে মঈন আলীর বলে বাটলারকে ক্যাচ দিয়ে বিদায় নেন। অপর ওপেনার ইষান কিশানও (৮) বেশিক্ষণ টিকতে পারেননি। তৃতীয় উইকেটে দীপক হুদা ও সূর্যকুমার যাদব মিলে ৪৩ রানের জুটি গড়ে শুরুর অস্বস্তি কাটিয়েছেন। দীপক হুদার ১৭ বলের ৩৩ এবং সূর্যকুমারের ১৯ বলে ৩৯  রানের টর্নোডো ইনিংসেই পরে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। এরপর হার্দিক পান্ডিয়ার ৩৩ বলে ৫১ রানের ইনিংসে ভর করে সফরকারীরা ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। ৩৩ বলে ৬ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান হার্দিক পান্ডিয়া। ইংলিশ বোলারদের মধ্যে মঈন ২৬ রানে দুটি এবং ক্রিস ২৩ রানে দুটি উইকেট নিয়েছেন ।