বাংলাদেশ দলের টেস্ট
পারফরম্যান্স নিয়ে উদ্বেগের অনেক কারণই আছে। এর অন্যতম জিততে ভুলে যাওয়া।
নিউজিল্যান্ড সিরিজের পর থেকে দেশ-বিদেশ কোথাও ভালো খেলতে পারছে না
বাংলাদেশ। দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে টপঅর্ডার ব্যাটারদের ধারাবাহিক
ব্যর্থতা। ব্যাটারদের স্কিলের দুর্বলতার কারণেই এটা হচ্ছে বলে মনে করেন
অধিনায়ক সাকিব আল হাসান।
এলোমেলো টেস্ট দলকে মেরামত করতে নানাভাবে
চেষ্টা করছে বিসিবি। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট লিগ ঢেলে সাজাতে
দুর্বলতাগুলো খুঁজে দিতে ওয়ার্কিং গ্রুপও করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রিকেট পরিচালনা বিভাগও বিকল্প পথ খুঁজছে ক্রিকেটারদের স্কিলফুল করে
তুলতে।
গতকাল জালাল ইউনুস জানান, ঈদের পরই এইচপি, বাংলাদেশ টাইগার ও এইজ
গ্রুপ টুর্নামেন্ট কমিটির সঙ্গে সমন্বয় মিটিং করবেন তাঁরা। এর পেছনে একটি
কারণও আছে। জাতীয় দলে খেলোয়াড় আসে ওই বিভাগগুলোর হাত ঘুরে।
জালাল ইউনুস
বলেন, 'ক্রিকেট পরিচালনা বিভাগ খেলোয়াড় তৈরি করে না। ফিট এবং স্কিল সমৃদ্ধ
খেলোয়াড় নিয়ে জাতীয় দল গড়ে। সে ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ খেলে। এইচপি,
বাংলাদেশ টাইগার এবং বয়সভিত্তিক দল থেকে খেলোয়াড়রা তৈরি হয়ে আসে। তাই এই
বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। আমরা ঈদের পর বসে সমন্বয় করব, কীভাবে
টেস্টের জন্য স্কিলফুল ক্রিকেটার তৈরি করা যায়। টেস্টে ভালো হলে বাকি দুই
সংস্করণে অটো ভালো খেলবে।'