Published : Saturday, 9 July, 2022 at 8:39 PM, Update: 09.07.2022 8:41:23 PM
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঈদের জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া কুমিল্লা নগরী ও আশপাশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে আলাদা আলাদা সময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।ঈদ উপলক্ষে এরই মধ্যে কুমিল্লায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্বিঘ্নে ঈদের জামাত আদায়ের জন্য নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মহামারি করোনা পরিস্থিতির কারণে সব ঈদগাহ এবং মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পরিচালিত হবে। এজন্য জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টায়, রেসকোর্স সুন্নিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রেসকোর্স নূর মসজিদে সকাল সাড়ে ৭টায়, দারোগাবাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেন্দ্রীয় কারাগার ঈদগাহে সকাল ৭টায়, কালিয়াজুরি বড় মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, জানুমিয়া জামে মসজিদে সকাল ৮টায়, মুন্সীবাড়ি জামে মসজিদে সকাল ৮টায়, আড়াইওড়া শাহী ঈদগাহে সকাল ৮টায়, দূর্গাপুর দিঘীর পাড় ঈদগাহে সকাল ৮টায়, কাসেমুল উলুম মাদ্রাসায় সকাল ৮টায়, বাঁগিচাগাও বড় মসজিদে সকাল সাড়ে ৭টায়, রানীর বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও শাহসুজা জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।