কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম রুহুল আমিন ভূইয়া (৫৭) মৃত্যু ঘটেছে।
সোমবার (১১জুলাই) রাত সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে তার। চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া এবারের মহিচাইল ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছিলেন। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের বাসিন্দা। আগামী ২৭ জুলাই ওই ইউনিয়নের ভোট গ্রহণের কথা ছিল।
মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বর্তমান নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী আবু মুছা মজুমদার জানান, নির্বাচনী প্রচারণা শেষে বাড়িতে যাওয়ার পরপর হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব হওয়ায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যু বরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, উপজেলা পরিষদ চেয়ানম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সহ নেতা-কর্মী ও সমর্থকরা।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং আহসান হাবিব জানান, প্রার্থীর মৃত্যুতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছি। অন্যান্য পদের নির্বাচন হবে কিনা সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবেন।