‘২০২৩ সালে আমাদের চারজনের শেষ বিশ্বকাপ’
Published : Friday, 15 July, 2022 at 12:00 AM
মাশরাফি
বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম
ইকবালকে- একসঙ্গে ডাকা হয় ‘পঞ্চপাণ্ডব’ নামে। সেই পঞ্চপাণ্ডব এখন আর নেই।
দলের বাইরে রয়েছেন মাশরাফি। বাকি যে চারজন বর্তমানে দলে আছেন, ২০২৩ সালের
বিশ্বকাপটাই তাদের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।
এমনটিই মনে করেন তামিম ইকবাল।
উইন্ডিজের
বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়ানডে অধিনায়ক বলেন, ‘খুব সম্ভবত ২০২৩ সালের
বিশ্বকাপটি আমাদের সবার জন্য অনেক বড় আসর হতে চলেছে। বিশেষ করে আমাদের
চারজনের জন্য, যাদের এটিই শেষ বিশ্বকাপ। তাই আমরা সম্ভাব্য সেরা দল ও
কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি। ’
দ্বিতীয় ওয়ানডেতে ৬২ বলে ৫০
রান নিয়ে অপরাজিত ছিলেন তামিম। নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট অধিনায়ক,
‘টেস্টে আমি যত রানই করেছি, ভালো খেলছিলাম। কিন্তু ইনিংস বড় করতে পারছিলাম
না। এখন খুব স্বাভাবিকভাবেই এগিয়েছি। রান করতে পেরে ভালো লাগছে। ’