ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রত্যেকে জয়ের জন্য ক্ষুধার্ত ছিল: তামিম
Published : Friday, 15 July, 2022 at 12:00 AM
অনেক আশা আর স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছিল বাংলাদেশ। কিন্তু টেস্টে ২-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও হেরে বসে তারা। ব্যর্থতার বৃত্ত ভেঙে গেলো ওয়ানডে সিরিজে। এক ম্যাচ হাতে রেখে বুধবার সিরিজ জিতে নিলো ৯ উইকেটের জয়ে।
এই ম্যাচে বাংলাদেশ পায়নি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। বেঞ্চের শক্তি দিয়েই জিতে গেলো সিরিজ।
মানসিকভাবে শক্তিই এই সাফল্য পেতে সহায়তা করেছে মনে করেন তামিম, ‘তিনজন ক্রিকেটার মিসিং থাকলে একটু তো আত্মবিশ্বাস উপরে-নিচে হয়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা বুঝতেই (বাকিরা) দেয়নি। মূল কথা হচ্ছে প্রত্যেকে জয়ের জন্য ক্ষুধার্ত ছিল। টেস্ট সিরিজ বলেন বা টি-টোয়েন্টি সিরিজ- সবাই চেষ্টা করেছে কিন্তু রেজাল্টটা আসেনি। আমরা সবসময় চাচ্ছিলাম যে এখান থেকে কিছু একটা নিয়ে যেতে হবে। এটা শুধু আমার জন্য না, বাকি ১৫ জনের জন্য। ওদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। তাদের ইচ্ছার কারণে হয়তো বা হয়েছে।’
টেস্ট ও টি-টোয়েন্টিতে কেবল ব্যর্থতার গল্প। কিন্তু ওয়ানডেতে অন্য এক রূপে বাংলাদেশ। এর কারণ ব্যাখ্যা করলেন ওয়ানডে অধিনায়ক, ‘আমরা এই ফরম্যাটে হয়তো বা একটু স্বাচ্ছন্দ্যবোধ করি। বেশ কিছু ম্যাচও খেলেছি এই ফরম্যাটে। ঘরোয়াতেও আপনি যদি দেখেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এটা আমার মনে হয় সব থেকে প্রতিযোগিতামূলক যেটা আমরা বাংলাদেশে খেলি। সম্ভবত এই কারণেই আজ এই জায়গায় ফলাফলটা আসে।’