ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা দরিদ্র পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ লাখ টাকার ঈদ উপহার
Published : Friday, 15 July, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রায় ১০ লাখ টাকার ঈদ উপহার প্রদান করে চিলড্রেন’স চার্টার ফাউন্ডেশন (সিসিএফ) নামে সমাজ সেবামূলক একটি প্রতিষ্ঠান।
প্রতি বছরের ন্যায় সোমবার (১১ জুলাই) সকালে উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়াকৃষ্ণপুর গ্রামে বিভিন্ন ব্যক্তি, পরিবার, স্কুল-মাদ্রাসা ও এতিমখানায় নগদ টাকা, গরু, ছাগল, সেলাই মেশিন, গৃহ নির্মাণ সামগ্রী, শিক্ষা উপকরণসহ নানা সহায়তা প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব সামগ্রী বিতরণ করেন।
এসময় ৮জন অসহায় ব্যক্তিকে ৮টি গরু, ৩জন দরিদ্র নারীকে ৩টি ছাগল, ৬জন নারীকে ৬টি সেলাই মেশিন, ৮টি গৃহহীন পরিবারকে খুঁটি ও ঢেউটিন, ৩জন ক্ষুদ্র ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার, ৫জনকে ৫ হাজার টাকা করে, ১৯জন নারীকে ২ হাজার টাকা করে, ১০জন গরিব মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকা ও শিক্ষা সামগ্রী, ১শ পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্র্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি, ৯০জন গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, ৪০জন এতিমদের মাঝে কোরবানীর গরু, কয়েকটি স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তৃতা করেন  সিসিএফ চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, কাজী রমিজ, সার্ভেয়ার মনির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ আবুল হাসনাত, বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলাম, প্রকৌশলী সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিজ উদ্দিন, শিক্ষক শিশির কুমার মজুমদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।