ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে চিওড়া ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Published : Friday, 15 July, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা, কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও এতিমখানায় বৃক্ষরোপণের মাধ্যমে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনার গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার ছোট সাতবাড়িয়া পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনার গ্রুপের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাসেল হায়দার। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনার গ্রুপের পরিচালক রনি মজুমদারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন নয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনার গ্রপের উপদেষ্টা দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ রাসেল, এডভোকেট ইকবাল হোসেন জনি, উপদেষ্টা কাজী মোঃ মামুন, সাইফুল ইসলাম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের শুভাকাক্সক্ষী তামজিদ মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনার গ্রুপের পরিচালক আকাশ কর্মকার, রিফাত হোসেন, আজিম মজুমদার, মডারেটর আবদুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন স্থানীয় এতিমখানার শিক্ষক ওমর ফারুক। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংগঠনের উপদেষ্টা, পরিচালক ও রক্তযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কেক কেটে ও স্থানীয় এতিমখানায় বৃক্তরোপনের মাধ্যমে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনার গ্রুপ বিভিন্ন দিবসে সচেতনতামূলক ক্যাম্পেইন, ব্লাড গ্রুপ নির্ণয় ও অসংখ্যক রোগীকে ব্লাড ডোনেট করেছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ইতোমধ্যে চিওড়াসহ পুরো চৌদ্দগ্রাম উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছে।