Published : Friday, 15 July, 2022 at 12:00 AM, Update: 15.07.2022 1:36:01 AM
মোঃ হুমায়ূন কবির মানিক ||
কুমিল্লার
মনোহরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সরস্বতী মালাকার(৩৬) নামে এক নারীকে
খুনের অভিযোগ উঠেছে তার স্বামী রঞ্জিত মালাকারের (৪০) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রঞ্জিত লক্ষণপুর গ্রামের সুশীল মালাকার এর ছেলে।
মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের
বরাতে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তাদের নিজেদের মধ্যে ঝগড়া
লাগে। ঝগড়ার মাঝেই রঞ্জিত এসে ধারালো অস্ত্র দিয়ে স্বরস্বতিকে এলোপাতাড়ি
কুপিয়ে আহত করে। তার চিৎকার শোনে স্থানীয়রা এগিয়ে এসে হাসপাতালে নেওয়ার
আগেই সে মারা যায়। জানা গেছে, ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। এই দম্পতির ১২ বছর
বয়সি একটি ছেলে আছে। ওই ছেলের জন্মের ৩ বছর পর মা সরস্বতীকে মারধর করায়
তিনি রঞ্জিতের ঘর থেকে রাগ করে বাবার বাড়িতে চলে যান। গত ৩ মাস আগে
পারিবারিকভাবে তাদের ঝামেলার সমাধান করে আবার সরস্বতীকে রঞ্জিতের বাড়িতে
আনা হয়।
পুলিশ কর্মকর্তার তপন বাগচি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে
পেরেছি রঞ্জিত নোয়াখালীতে আরেকটি বিয়ে করেছেন। তার সেই স্ত্রী নোয়াখালীতেই
আছেন। তবে তার পরিচয় আমার এখনো জানতে পারিনি। আমরা তার লাশ ময়নাতদন্তের
জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার পর থেকেই রঞ্জিত
পালিয়েছে। তাকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে এছাড়াও এই ঘটনায় আইনি ব্যবস্থা
প্রক্রিয়াধীন।