ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের বিপক্ষে গড়া কলিংউডের রেকর্ড ভাঙলেন টপলি
Published : Saturday, 16 July, 2022 at 12:00 AM
ওয়ানডেতে এতদিন ইংল্যান্ডের সেরা বোলিং পারফরম্যান্স ছিল পল কলিংউডের। টেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে ২০০৫ সালে ৩১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি ব্যাট হাতে খেলেছিলেন ৮৬ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস। একই ম্যাচে এতগুলো উইকেট আর সেঞ্চুরির কীর্তি ওয়ানডে ইতিহাসে এখনও অনন্য একটি ব্যাপার। ১৭ বছর পর কলিংউডের সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ডটি ভেঙে গেছে গতকাল।
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়েছেন রিস টপলি। যা বামহাতি পেসারের নিজের সেরা তো বটেই। ইংল্যান্ডের ইতিহাসেও ওয়ানডের সেরা বোলিং। টপলি রেকর্ড গড়ার দিনে ৯.৫ ওভার বল করেছেন। মেডেনও নিয়েছেন দুটি। তার এই গতির ঝড়ে ইংল্যান্ডের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ভারত গুটিয়ে যায় ১৪৬ রানে।
টপলির আগে দু’জন ইংলিশদের হয়ে ৬ উইকেট শিকারের কীর্তি গড়তে পেরেছেন। কলিংউড ছাড়া আরেকজন হলেন ক্রিস ওকস। ওকস অবশ্য ৬ উইকেট পেয়েছেন দুবার।
দুজনের মধ্যে কলিংউড আবার পুরোদস্তুর ব্যাটার। দলের প্রয়োজনে করতে পারতেন স্লো মিডিয়াম। আর বাংলাদেশের বিপক্ষে এই ধীর গতির বোলিং দিয়েই পারফরম্যান্সে এতদিন শীর্ষে ছিলেন। ইংল্যান্ডের হয়ে এখন তার শীর্ষ আসন দখলে নিলেন একজন স্বীকৃত বোলার।