কোহলির দুঃসময়ে পাশে থাকছেন বাবর
Published : Saturday, 16 July, 2022 at 12:00 AM
একটা
সময় বিরাট কোহলির ব্যাটে নির্ভরতা খুঁজতো ভারতীয় দল। মারকুটে এই ব্যাটার
নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি
ভাঙার পথটাও বেশি দূরে মনে হচ্ছিল না। কিন্তু সেই কোহলি এখন দুঃসময়ের জালে
বন্দী! সেঞ্চুরির দেখা পাননি আড়াই বছরেরও বেশি সময়। চলমান ইংল্যান্ড সফরেও
নিজের ছায়া হয়ে রয়েছেন। সর্বশেষ দ্বিতীয় ওয়ানডেতে করতে পেরেছেন মাত্র ১৬
রান। এই ধারাবাহিক ব্যর্থতা স্বাভাবিকভাবে নিতে পারছেন না অনেকে। কথা উঠেছে
বাদ দেওয়ারও। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি
তাকে।
কঠিন এই দুঃসময়ে কোহলির পাশে দাঁড়িয়ে প্রশংসা পাচ্ছেন এমন একজন।
রাজনৈতিকভাবে যাদের সঙ্গে ভারতের বৈরীতার সম্পর্ক। দ্বিপাক্ষিক সিরিজেও
মুখোমুখি হতে দেখা যায় না তাদের। কিন্তু পাকিস্তান অধিনায়ক বাবর আজম সেসব
গুরুত্ব না দিয়ে বেছে নিলেন মানবিক দিকটাকেই। কোহলিকে সাহস জোগাতে পোস্ট
করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ফেসবুকের ওই
পোস্টে দেখা গেছে, বাবরের কাঁধে হাত দিয়ে হাসিমুখে দাঁড়ানো কোহলির একটি
ছবি। যার ক্যাপশনে লেখা, ‘এই কঠিন সময় কেটে যাবে, মনটাকে শক্ত করো।’
ইংল্যান্ডের
বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এমন দশা ছিল যে, ভারতের বাকি ব্যাটাররাও
স্বস্তিতে ছিলেন না। ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে গুটিয়ে গেছে ১৪৬ রানে।
তাও আবার ৩৮.৫ ওভারে। ইংল্যান্ড ১০০ রানে জিতে যাওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচটা
হয়ে রইলো সিরিজ নির্ধারণী। ইংল্যান্ডের হয়ে ম্যাচসেরা পারফরম্যান্স ছিল
পেসার রিস টপলির। ২৪ রানে ৬ উইকেট নিয়েছেন এই বামহাতি।