ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টপলির সেরা বোলিংয়ে ভারতকে গুঁড়িয়ে ইংল্যান্ডের সমতা
Published : Saturday, 16 July, 2022 at 12:00 AM
দ্বিতীয় ওয়ানডেতে রিস টপলির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংল্যান্ড লর্ডসে ভারতকে সহজেই হারিয়েছে। সফরকারীদের বিপক্ষে ১০০ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো ইংলিশরা।
যুজবেন্দ্র চাহাল ৪৭ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ৪৯ ওভারে ২৪৬ রানে অলআউটে বড় অবদান রাখেন। বিপদে পড়া স্বাগতিকদের উদ্ধার করেন মঈন আলী ও ডেভিড উইলি। সপ্তম উইকেটে দুজন মিলে করেন ৬২ রান।
ইনিংস বিরতির পর মনে হচ্ছিল, এই সংগ্রহ ভারতের জন্য খুব একটা কঠিন নয়। কিন্তু টপলি ও উইলি বল হাতে যে মুভমেন্ট ও বাড়তি বাউন্স পেয়েছেন, তাতে করে সফরকারীরা ১২তম ওভারে ৪ উইকেট হারিয়ে বসে ৩১ রানে। ঘুরে দাঁড়ানোর লড়াই আর করতে পারেনি ভারত। ৩৮.৫ ওভারে ১৪৬ রানে অলআউট তারা।
টপলি ৯.৫ ওভারে ২৪ রান দিয়ে ৬ উইকেট নেন। ওয়ানডেতে এটাই ইংল্যান্ডের পক্ষে সেরা বোলিং। আর লর্ডসে ড্যারেন গফের পর দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী বাঁহাতি।
আগে ব্যাট করতে নেমে জেসন রয় (২৩) ও জনি বেয়ারস্টোর (৩৮) কঠিন পরীক্ষা নেন চাহাল ও হার্দিক পান্ডিয়া। নতুন বল হাতে বড় ধরনের হুমকি হয়ে উঠেছিলেন তারা। ৪১ রানে এই জুটি ভাঙার পর চাহালের তোপের মুখে পড়ে ইংল্যান্ড।
১৪৮ রানে ৬ উইকেট হারানোর পর স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় মঈন ও উইলির জুটিতে। মঈন ৪৭ রানে চাহালের শিকার হন। এরপর উইলির ৪১ রান ইংল্যান্ডকে পথ দেখায়।  
লক্ষ্যে নেমে ১০১ রানে ৬ উইকেট হারায় ভারত। মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা হাল ধরলেও দলের হার এড়াতে পারেননি। সপ্তম উইকেটে ৩৯ রানের জুটি গড়ে তারা কেবল ব্যবধান কমাতে পেরেছেন। টপলি শামিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। তারপর চাহালের উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের মালিক হন। তিন বল পর প্রসিধ কৃষ্ণাকে ফিরিয়ে তিনি গুটিয়ে দেন ভারতকে। প্রত্যাশিতভাবে ম্যাচসেরাও হয়েছেন টপলি। আগামী রোববার ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।