ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ২০ লাখ টাকা
Published : Saturday, 16 July, 2022 at 12:00 AM
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এর মধ্যে মাটি খুঁড়ে ২০ লাখ টাকা উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৫ জুলাই) ভোরে নয়াপাড়া ও চাকমরকুল ক্যাম্পে অভিযান চালিয়ে টাকাসহ তাদের আটক করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে নয়াপাড়া ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা রোহিঙ্গা হাজী সুলতানের ঘরে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় নুর বারেক নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, একই দিন টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আলম নামে আরও এক রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।