এসআই নিয়োগে মেডিকেল টেস্টের সময় প্রকাশ, যেতে হবে খালি পেটে
Published : Monday, 18 July, 2022 at 12:00 AM
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশকৃত ৮৭৫ জন প্রার্থীর মেডিকেল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আগামী ২৩ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়-
১. স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত স্থানে প্রবেশের সময় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্রটি প্রদর্শন করতে হবে।
২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষার স্থানে উপস্থিত থাকতে হবে।
৩. প্রার্থীকে অবশ্যই তার পূর্বে ব্যবহৃত টঝঊজ ওউ ও চধংংড়িৎফ ব্যবহার করতে ঢ়ড়ষরপব.ঃবষবঃধষশ.পড়স.নফ- লগইনপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় রিপোর্ট ফরমের পার্ট-১: চিকিৎসার ইতিবৃত্ত (গবফরপধষ ঐরংঃড়ৎু) যথাযথভাবে অনলাইনে পূরণ করতে ২ কপি রঙিন প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
৪. কোনো মোবাইল ফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে আসা যাবে না।
৫. অবশ্যই খালি পেটে উল্লিখিত স্থানে উপস্থিত হতে হবে। তবে শুকনো খাবারসহ পানীয় সঙ্গে নিয়ে আসা যাবে। নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে খাবার গ্রহণের সুযোগ দেওয়া হবে।
৬. স্বাস্থ্য পরীক্ষার প্রতিটি পর্বে অংশগ্রহণ করতে হবে।
৭. প্রার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত না হলে চাকরি করতে আগ্রহী নয় মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না এবং
৮. পরীক্ষার্থীকে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বর্ণিত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হলেই প্রার্থীদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
এবারই প্রথমবারের মতো সম্পূর্ণ আধুনিক এবং ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করা হবে। ফলে একজন সুযোগ্য, শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং সক্ষম প্রার্থীকে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে নিয়োগ দেওয়া হবে।
তবে প্রার্থীদের এক্ষেত্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই প্রেস বিজ্ঞপ্তির অন্যান্য আবশ্যকীয় নির্দেশনাবলি প্রতিপালন সাপেক্ষে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
কেউ নির্ধারিত তারিখ বা সময়ে উপস্থিত না হলে ওই প্রার্থী চাকরি করতে আগ্রহী নন মর্মে বিবেচিত হবেন।