কুবিতে মানববন্ধন
Published : Thursday, 21 July, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের খাবারের ভর্তুকির ব্যবস্থা করা, আবাসিক সংকট নিরসন ও হলের ওয়াইফাই স্পিডের সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন হলটির ছাত্রলীগ নেত্রীবৃন্দ।
বুধবার (২০ জুলাই) সকাল ১০ টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় ছাত্রলীগের নেত্রীরা উপাচার্য অনুপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় তারা 'বছর ঘুরে বছর যায়, নতুন হলের খবর নাই, তারিখ ঘুরে তারিখ এলো, নতুন হলের তালা খুলো, এক সিটে দুইজন, একএক রুমে আট জন- আর কত? আর কত?' সহ বিভিন্ন ব্যানারে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে হলটির প্রভোস্ট মো. সাদেকুজ্জামান বলেন, হলের মান সম্মত খাবারের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আর ভর্তুকি সকল হলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভর্তুকির অনুমোদন পাচ্ছে না।
তবে নতুন হল (শেখ হাসিনা হল) হস্তান্তরের বিষয়ে মানববন্ধন চলাকালীন প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকি ৩১ তারিখের মধ্যে খুলে দেয়ার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে দেখা যায়।