ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুজিববর্ষ উপলক্ষে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং
Published : Thursday, 21 July, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
"আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার" মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় কুমিল্লার লালমাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস রিলিজ আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার, উপজেলা ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী, পিআইও মিজানুর রহমান।
অনুষ্ঠানে লিখিত প্রেস রিলিজের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতার এ স্বপ্ন পূরণের লক্ষে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা করেছেন “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”।
আজ ২১ জুলাই সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী ২৬২২৯ টি ঘর, এর মধ্যে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ৭, এবং ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোটতুলা ৮ আশ্রয়ণ প্রকল্পে ৩য় পর্যায়ে(২য় ধাপ) ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি বন্দোবস্ত,কবুলিয়ত ও রেজিস্ট্রেশন,জমিসহ সেমিপাকা গৃহ প্রদানের সনদ এবং ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।