নিজস্ব
প্রতিবেদক:
কুমিল্লার দেবীদ্বার ও চান্দিনায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায়
চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে দেবীদ্বারে ৩ জন এবং চান্দিনায়
একজনের মৃত্যু হয়।
জানা গেছে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের
দেবীদ্বার উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত
হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ইষ্টগ্রাম এলাকায় এবং বিকাল তিনটায়
ইউছুফপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা
হলেন- ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র
সেলিম (২২), একই উপজেলার কুটি গ্রামের শুবলচন্দ্র বর্মণ এর পুত্র লক্ষন
বর্মন। আহতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার বিটগড় গ্রামের আব্দুল
মান্না’র পুত্র মোঃ সাদেক (৪২), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর
গ্রামের যদুমিয়ার পুত্র ইউসুফ (৪০) এবং নীলফামারী সদর উপজেলার কচুকাটা
গ্রামের মোস্তফা কামালের ছেলে বিপ্লব মিয়া (২২)।
হাইওয়ে পুলিশ জানায়,
সকাল ৯টার দিকে দেবীদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় সিলেটগামী একটি পিকআপ
ভ্যান একটি সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সা চালক ও ৪
যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ৩ জনকে
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরো
একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সিএনজি ও পিকাপ ভ্যান চালক পালিয়ে যায়।
অপরদিকে মহাসড়কের ইউছুফপুর বাসস্ট্যান্ডে একটি খালি ট্রাক দাড় করিয়ে
ট্রাক চালক অপর একজন ট্রাক চালকের সাথে কথা বলতে যান। এসময় সিলেটগামী একটি
দ্রুতগামী বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ট্রাকের দু’টি চাকা খুলে
ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের সামনে বসা ট্রাক হেলপার মারাত্মক আহত হন।
আহত হেলপারকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেলে এ বিষয়ে যোগাযোগ করা
হলে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, পৃথক
দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন এবং দূর্ঘটনায় কবলিত ট্রাক, বাস,
পিকাপভ্যান ও সিএনজি আমাদের হেফাজতে আছে। দু’টি দুর্ঘটনায় মিরপুর হাইওয়ে
পুলিশ বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে
কুমিল্লার চান্দিনায় বাস চাপায় আব্দুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু
ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
চান্দিনা উপজেলার নাওতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের বাসিন্দা।
নাওতলা
গ্রামের কেএম জামাল জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে দাউদকান্দির
বানিয়াপাড়া দরবার শরীফে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস চাপা দিলে
ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে
নিয়ে যায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।