ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
‘জনশক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাচ্ছে’
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM, Update: 22.07.2022 1:32:12 AM
‘জনশক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাচ্ছে’তানভীর দিপু:
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, পৃথিবীর অনেক দেশ আছে যারা জনসংখ্যা নির্মূল করে। আমরা বাংলাদেশ থেকে জনসংখ্যা নির্মূল করতে চাই না, বরং জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে কাজে লাগাতে চাই। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর এই দেশের পোড়া মাটি ও মানুষকে নিয়ে এগিয়ে যাবার প্রত্যয় করেছিলেন। আজ সেই সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতিরজনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসংখ্যাকে কাজে লাগিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে বিশ^ জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন। ৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করতে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে  স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ অন্যান্যরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক  মোঃ আবুল কালাম। সভা শেষে পরিবার পরিকল্পনা ও জনশক্তিতে অবদান রাখায় বেশ কয়েকজনকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহারসহ অন্যান্যরা।