আইসিজে’র রায়কে স্বাগত জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়
Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM
রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের আপত্তি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস খারিজ করে দেওয়াকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২২ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গাম্বিয়া ও মিয়ানমার মামলায় মিয়ানমারের চারটি আপত্তি আইনি ও পদ্ধতিগত কারণে খারিজ করে দিয়েছে আদালত।
বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান খুঁজে পাওয়ার জন্য আন্তর্জাতিক বিচার ও দায়বদ্ধতা অত্যন্ত জরুরি। এর ফলে রোহিঙ্গাদের আইনি অধিকারসহ নিজ ভূমিতে প্রত্যাবাসনে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।