Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM, Update: 23.07.2022 1:13:33 AM
মিয়ানমারের
সামরিক জান্তার তোলা আপত্তি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে)
নাকচ হয়ে যাওয়ায় জাতিসংঘের এ সর্বোচ্চ আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলায়
পূর্ণাঙ্গ শুনানির পথ তৈরি হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারকে
এই বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে আফ্রিকার দেশ গাম্বিয়া। তাতে আপত্তি তুলে
মিয়ানমার দাবি করেছিল, আইসিজেতে তাদের বিরুদ্ধে এ মামলা করার এখতিয়ারই
গাম্বিয়ার নেই।
নেদারল্যান্ডসের হেগে শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অব
জাস্টিস গত ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি করে। তার ভিত্তিতে
শুক্রবার মিয়ানমারের আপত্তি নাকচ করে জাতিসংঘের এ আদালতের ১৩ বিচারকের
প্যানেল সিদ্ধান্ত দেয়, ১৯৪৮ সালের আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনে সই করা
সকল দেশেরই দায়িত্ব হল গণহত্যা প্রতিরোধে ভূমিকা রাখা। আর সেসব দেশ যখন
কোথাও গণহত্যার অভিযোগ করে, তার ওপর শুনানি করার এখতিয়ার এ আদালতের রয়েছে।
সার সংক্ষেপে বলা হয়, জেনোসাইড কনভেনশনে সই করা দেশ হিসেবে এ আদালতে মামলা করার এখতিয়ার গাম্বিয়ার আছে।
রয়টার্স
লিখেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এখন মিয়ানমারের বিরুদ্ধে
গাম্বিয়ার করা মামলার পূর্ণাঙ্গ শুনানির আয়োজন করবে, যার নিষ্পত্তি করতে
বহু বছরও লেগে যেতে পারে।