ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ফের সড়ক ডাকাতি
Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM, Update: 23.07.2022 1:13:47 AM
চান্দিনায় ফের সড়ক ডাকাতিবিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় ডাকাতির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে এক রেমিট্যান্স যোদ্ধা। বৃহস্পতিবার (২১ জুলাই) মধ্য রাতে বিদেশ থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে হারিয়েছেন নিজের উপার্জনের অন্তত ৬ লক্ষ টাকার মালামাল।
এ ঘটনায় ভূক্তভোগী রেমিট্যান্স যোদ্ধা বাছেদ লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। ওই সড়ক গত এক মাসে আরও ৩টি ডাকাতির ঘটনা ঘটে।
ভূক্তভোগী ওই রেমিট্যান্স যোদ্ধা বাছেদ কুমিল্লার বরুড়া উপজেলার বাড়াইপুর গ্রামের আব্দুল ওহাব ভূইয়া’র ছেলে।
তিনি জানান, বিদেশ থেকে বাড়ি ফেরার সময় হারং মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৭-৮ জনের ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ৩ হাজার ডলার যার মূল্য ৩ লাখ টাকা, ৭৮০ রিয়াল যার মূল্য ২২ হাজার টাকা, নগদ ৫৮ হাজার টাকা, একটি ঘড়ি মূল্য ৪০ হাজার টাকা, একটি আই ফোন মূল্য অনুমান ১ লাখ ৪৫ হাজার টাকা, ২টি মোবাইল ফোন মূল্য অনুমান ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।