Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM, Update: 23.07.2022 1:14:18 AM
তানভীর দিপু:
বাংলাদেশের
এই সময়ে শিশু সংগঠনগুলো উজ্জীবিত করার তাগিদ দিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ড.
মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, পৃথিবী জটিল সময় পাড় করছে। ছোটদের উপরও বড় বড়
দায়িত্ব আসছে। তাই আজ যারা ছোট তাদের সব কিছুই সঠিকভাবে জানতে হবে। ছোটদের
ছোট থেকেই ঠিক করতে হবে তোমরা কি বড়দের পিছনে ঘুরবে নাকি তোমরা বড় হবে।
সবাইকে মস্তিষ্ক ব্যবহার করে এগিয়ে যেতে হবে। আর যত বেশি কল্পনা করবে
মস্তিষ্ক তত বেশি শক্তিশালী হবে। বই পড়লেই মানুষের কল্পনা শক্তি বাড়ে।
শুক্রবার
সন্ধ্যায় ঐতিহাসিক কুমিল্লা টাউন হল বীর চন্দ্রনগর মিলনায়তনে পূর্বাশা ও
মধুমিতা কচি-কাচার মেলার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন। মধুমিতা কচি-কাচার মেলার বোন অংকিতা দে’র
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপিকা শিরিন হক। এছাড়াও মঞ্চে অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন পূর্বাশা কচি-কাচার মেলার পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাজমুল
হাসান পাখী এবং মধুমিতা কচি-কাচার মেলার পরিচালক অনিমা মজুমদার।
অনুষ্ঠানে
ড. মুহাম্মদ জাফর ইকবাল বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল
ইসলাম ও কবি সুকান্ত ভট্টাচার্য্যের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এছাড়া শিক্ষার্থীদের মোবাইলের চেয়ে বেশি বই পড়ার প্রতি গুরুত্ব দেয়ার
আহ্বান জানান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশন করে সংগঠনের সদস্যরা। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে
পুরষ্কার তুলে দেন অতিথিরা।