Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM, Update: 23.07.2022 1:15:44 AM
নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, সিরডাপ
এর সাবেক মহাপরিচালক, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও পূর্ণ মন্ত্রীর
মর্যাদায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান এটিএম শামসুল হক একজন
নির্লোভ মানুষ ছিলেন উল্লেখ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, কুমিল্লার গর্বিত
সন্তান এটিএম শামছুল হক ছিলেন একজন নিলোর্ভ মানুষ। জাতির এই মেধাবী ও
দেশপ্রেমিক এ সন্তানের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে কারণ তিনি তাঁর
জীবনের সকল সম্পদ মানুষের কল্যাণে দান করে গেছেন। তিনি শহরের বিঞ্চপুরে
মানুষের কল্যাণে বিশাল জায়গা হাসপাতাল ও কলেজের জন্য দান করেছেন। নিজ
গ্রাম শিমপুরে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়েছেন। একটি
জনকল্যাণকর কাজ করলে ১০টি এত্তেকাফের সওয়াব পাওয়া যায়। মহান আল্লাহ রাব্বুল
আল আমিন যেন এটিএম শামছুল হকের জনকল্যাণকর কাজগুলি কবুল করে জান্নাতুল
ফেরদৌস দান করেন। তিনি সবাইকে এটিএম সামছুল হকের জীবন অনুসরণ করে লোভ-লালসা
থেকে দূরে থেকে জনকণ্যানে কাজ করার আহবান জানান।
গতকাল শুক্রবার (২২
জুলাই) বিকেলে দেশ বরেণ্য ব্যক্তিত্ব এটিএম শামছুল হকে কুলখানি উপলক্ষে
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা
বলেন।
শুক্রবাদ বাদ আসর আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শিমপুর
পান্ডানগর গ্রামে আফিড কমিনিটি সেন্টারে আমিট,্আফিট ও গ্রামবাসী আয়োজিত
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মরহুমের পরিবারের সদস্য প্রধানমন্ত্রীর
কার্যলয়ে কর্মরত উপ-সচিব আল আমিন। মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর খানকা
শরীফের পীর মাওলানা আবু বক্কর ছিদ্দিক। এসময় সংরক্ষিত আসনের মহিলা এমপি
রওশন আরা মান্নান, জেলা বিএমএ সেক্রেটারী ডা. আতাউর রহমান জসিম, জেলা কলেজ
শিক্ষক সমিতি (বাকশিস) এর সাধারন সম্পাদক অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আমড়াতলী
ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, দক্ষিন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক
লীগের সহ-সভাপতি মনিরুজ্জমান মনির সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত
ছিলেন।
উল্লেখ্য,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সাবেক
সচিব এটিএম শামসুল হক বার্ধক্যজনিত কারণে গত বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে
৯টায় রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন । বৃহস্পতিবার তাকে
ঢাকা ও কুমিল্লায় জানাযা শেষে নিজগ্রাম কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী
ইউনিয়নের শিমপুর গ্রামে দাফন করা হয়।