ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাধ্যতামূলক প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন এখন আমি প্রবাসী অ্যাপে
Published : Sunday, 24 July, 2022 at 12:00 AM, Update: 24.07.2022 1:03:57 AM
বাধ্যতামূলক প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন এখন আমি প্রবাসী অ্যাপেপ্রবাসী কর্মীদের বাধ্যতামূলক প্রক্রিয়াসমূহ সহজ ও স্বাচ্ছন্দে পরিচালিত করার লক্ষ্যে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে- আর এই প্রক্রিয়ার একটি কার্যকর ও গুরুত্ব¡পূর্ণ অংশ হলো আমি প্রবাসী অ্যাপ । এই পরিক্রমায় এখন যুক্ত হলো প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশনের বুকিং, যা সহজ কিছু ধাপ অনুসরণ করেই আমি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে-
ক্স     আমি প্রবাসী অ্যাপে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন  সিলেক্ট করুন
ক্স    গন্তব্য দেশ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), তারিখ এবং সময় সিলেক্ট করুন
ক্স    পেমেন্টের পর আপনি ছজ ঈড়ফব সম্বলিত এনরোলমেন্ট কার্ড পাবেন
ক্স    এনরোলমেন্ট কার্ডে আপনার ছবি যোগ করুন
ক্স    পিডিও ক্লাসে উপস্থিতি দিতে কার্ডটি স্ক্যান করুন
ক্স    ট্রেনিং শেষে ছজ ঈড়ফব সম্বলিত সার্টিফিকেট ডাউনলোড করুন
ক্স    মনে রাখবেন, বিদেশ যেতে সার্টিফিকেটটি আবশ্যক ।