ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উন্নয়নের গতি অব্যাহত রাখতে যাচাই বাছাই করে নেতা নির্বাচন করতে হবে--এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন
Published : Monday, 25 July, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, সাধারণ মানুষ উন্নয়নে বিশ^াসী, আজকের কর্মী সমাবেশই তা প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুরাদনগরের উন্নয়ন করেতে পেরেছি বলেই কর্মী সম্মেলন আজ জনসমাবেশে পরিনত হয়েছে। এলাকার উন্নয়নের গতি অব্যাহত রাখতে যাচাই বাছাই করে নেতা নির্বাচন করতে হবে। বিগত দিনে যারা বহু বছর ক্ষমতায় ছিলো তারা লেবাসকে পুঁজি করে মুরাদনগরের সাধারণ মানুষকে শোষণ করেছে। চাঁদাবাজি, সন্ত্রাসী করে অর্থ লুটপাট করা ছিল তাদের পেশা। ভদ্র মানুষ গুলোকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এলাকা ছাড়া করায় ব্যস্ত থাকত। তারা আমাকেও ৩টি মিথ্যা মামলায় জড়িয়েছে যে মামলা গুলোর জামিন আমি আদালতে হাজির হয়ে নিতে হয়েছে। তারা ভেবেছিল আমাকে মামলা দিলে আমি মুরাদনগর ছেড়ে চলে যাবো। কিন্তু আমি তা করিনি। কারণ আমি আমার বাবার কথা রাখতে গিয়ে শত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মুরাদনগরে বার বার ফিরে এসেছি।
আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পান্তি বাজার বালুর মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  মুক্তিযোদ্ধা হানিফ সরকার, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস ছামাদ মাঝির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক সরকার লিটন, মজিবুর রহমান মাঝি, সমাজ সেবক কামরুজ্জামান সরকার, পাঁচপকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল মিয়া।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার ভৌমিকের উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, সমাজসেবক তারেক আবদুল্লাহ, ধামঘর ইউপি চেয়ারম্যান আবদুল কাদির, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্যসচিব রাজিব মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম প্রমুখ।  
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আরো বলেন, আমার বাবা তাঁর জীবন দশায় আমাকে বলেছিলেন যদি কখনো সুযোগ পাও তাহলে মুরাদনগরের মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবা। সেই সুবাদে বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েও আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ভালো খারাপ কতটুকু করতে পেরেছি তার বিবেচনার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম।