ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম--
এ সরকারের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে
Published : Monday, 25 July, 2022 at 12:00 AM, Update: 25.07.2022 1:46:04 AM

এ সরকারের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছেমোঃ হুমায়ূন কবির মানিক ||
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আমরা কখনো শ্রীলংকা হবোনা ইনশাল্লাহ। বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট শক্তি ও সামর্থ রয়েছে। সারাবিশ্বই এখন আতংকিত মুহুর্ত পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশর কোন একক ভুমিকা নেই। সারা পৃথিবীর বিভিন্ন দেশই একই সমস্যা মোকাবেলা করছে।
তিনি রোববার কুমিল্লা আদালত প্রাঙ্গণে কুমিল্লা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে আজ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। এই সরকারের মাধ্যমে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধের পর একটি জরাজীর্ণ রাষ্ট্রকে স্বল্প সময়ের মধ্যে স্বচ্ছল রাষ্ট্রে পরিণত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০৩০ সালে তাঁর নেতৃত্বেই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাড.আবুল হাসেম খান, কুমিল্লা সিটি করপোরেশন মেয়র অরাফানুল হক রিফাত, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ ।
কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি আসছান উল্লাহ খন্দকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, লোডশেডিং নিয়ে বিএনপির বিভ্রান্তি ছড়াচ্ছে। আন্দোলনের নামে দেশের কোন ক্ষতি করলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে। এ প্রসঙ্গে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপেসহ সারাবিশ্বে গ্যাসের সংকট চলছে, তাই সারা বিশ্বের মতো বাংলাদেশেও লোডশেডিং হচ্ছে, আপনারা আশা রাখুন আমরা শ্রীলঙ্কার মতো হবো না।