Published : Monday, 25 July, 2022 at 8:59 PM, Update: 26.07.2022 3:17:53 AM
কুমিল্লার হোমনা উপজেলার গৌরীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা নবজাতককে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জী এ তথ্য জানান।
তিনি বলেন, নবজাতকটির নাক, মাথা ও রানের কিছু অংশসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। তার ইনফেকশন রয়েছে। অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
গত ২১জুলাই বৃহস্পতিবার সকালে মুখ ও নাকের অংশ ইঁদুর ও পিঁপড়ের কামড়ে ক্ষত অবস্থায় ওই কন্যা শিশুটিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর ধানক্ষেত থেকে আমির হোসেন নামে এক কৃষক উদ্ধার করেন।
শিশুটি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার উন্নতি না হলে শিশুটিকে (আজ ২৫জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নবজাতক ইউনিটে শিশুটিকে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা কৃষক আমির হোসেনের ভাই মানিক মিয়া সাংবাদিকদের জানান, উদ্ধারের পর দেখতে পাই শিশুটির নাক ও মাথার পেছনের দিকে কিছু অংশ চিকা ইঁদুর ও পিঁপড়ের কামড়ে ক্ষত হয়ে গেছে। ক্ষত থেকে রক্তও ঝড়ছে। তখন বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ আশপাশের লোকজনকে জানাই। কিন্তু কেউ এগিয়ে আসেনি।পরে সকলের উপস্থিতিতে উদ্ধার করে চিকিৎসার জন্য হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।
এরপর চেয়ারম্যানের মাধ্যমে হোমনা থানা পুলিশ জানতে পেরে হাসপাতালে গিয়ে নবজাতকটির খবর নেয়। কিন্তু কয়েকদিন চিকিৎসার পর শিশুটিরে অবস্থা অবনতি হওয়ায় ঢামেক হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো বলেন, আমার এক ছেলে রয়েছে। আল্লাহ যদি শিশুটিকে বাঁচায়, আমি তাকে দত্তক নিতে ইচ্ছুক। বর্তমানে আমি ও আমার স্ত্রী বাচ্চাটির দেখাশোনা করছি।
ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের জানান, নবজাতকটির ওজন এক হাজার ৭শ' গ্রাম। তার অবস্থা আশঙ্কাজনক, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।