ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে মনোহরগঞ্জে মৎস্য অধিদপ্তরের পোনা অবমুক্তকরণ
Published : Tuesday, 26 July, 2022 at 12:00 AM, Update: 26.07.2022 1:28:18 AM
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে মনোহরগঞ্জে মৎস্য অধিদপ্তরের পোনা অবমুক্তকরণ মোঃ হুমায়ুন কবির মানিক ঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপ্রাদ্যকে সামনে নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার দিনব্যাপী র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষের উপকরণ ও পুরস্কার বিতরণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহ-কমিশনার (ভূমি) এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহানুর ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান। এতে উপজেলা মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপজেলা বাস্তবায়ন কমিটির দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণসহ অনুষ্ঠানে দু’জন সফল মৎস্য চাষী ও একজন স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিকে এবং মনোহরগঞ্জের ডাকাতিয়া নদীতে খাঁচায় মাছ চাষ সমিতিকে পুরস্কৃত করা হয়।