ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিভিন্ন অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
Published : Tuesday, 26 July, 2022 at 12:00 AM, Update: 26.07.2022 1:28:34 AM
কুমিল্লায় বিভিন্ন অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানানিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অতিরিক্ত দামে তেল বিক্রি করাসহ নানা অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৫ জুলাই) জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ও সোয়াগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে অতিরিক্ত দামে তেল বিত্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে মেসার্স মঈন ভ্যারাইটিজ স্টোরকে ২০ হাজার টাকা, সারের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না রাখায় জামাল এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য বিক্রি করায় বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা, সহিদ স্টোরকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, সদর দক্ষিণ উপজেলার ২টি বাজারে বিশেষ অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।